প্রযুক্তিশিক্ষায় ১ মিলিয়ন ডলার শিক্ষাবৃত্তির ঘোষণা

প্রযুক্তিশিক্ষায় ১ মিলিয়ন ডলার শিক্ষাবৃত্তির ঘোষণা

PeopleNTech

উত্তর আমেরিকায় বাংলাদেশি অভিবাসীদের জন্য একটি প্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠান, এক মিলিয়ন ডলার শিক্ষাবৃত্তির ঘোষণা দিয়েছে। পিপল এন টেক নামের বাংলাদেশি মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি ২০১৮ সালের জন্য ২৫০ জন শিক্ষার্থীকে প্রযুক্তি প্রশিক্ষণ বাবদ এই বৃত্তি প্রদান করবে। আগ্রহীদের আগামী ৩০ এপ্রিলের মধ্যে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে। এ উপলক্ষে এক এপ্রিল প্রতিষ্ঠানটির নিউইয়র্ক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ঘোষিত এই শিক্ষাবৃত্তির আওতায়, পিপল এন টেক প্রতিষ্ঠান থেকে ২৫০ জনের বেশি শিক্ষার্থীকে বিনা মূল্যে অথবা স্বল্পমূল্যে প্রযুক্তি প্রশিক্ষণ প্রদান করা হবে। এই প্রকল্পের মাধ্যমে সফটওয়্যার টেস্টিং (ইউএফটি/মোবাইল অটোমেশন-এ ৫০ জন, সফটওয়্যার টেস্টিং-সেলেনিয়াম এ ৫০ জন, Software testing with DevOps (AWS, AZURE),-৫০ জন। ফ্রন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ৫০ জন (ঋৎড়হঃ ঊহফ উবাবষড়ঢ়সবহঃ (ঐঞগখ, ঈঝঝ, ঔধাধঝপৎরঢ়ঃ, অহমঁষধৎঔঝ) ৫০ জন এবং ডেটাবেজ এ্যাডমিনেস্ট্রেশনে ৫০ জন শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কর্মবাজারের জন্য উপযুক্ত করে গড়ে তোলা হবে । পিপল এন টেক এর নিয়মিত কোর্স ফি ৪ হাজার ডলার। তবে বৃত্তিপ্রাপ্তদের ক্ষেত্রে এই ফি পুরোপুরি মওকুফ করা হবে বলে জানিয়েছেন আবুবকর হানিপ।