ড. নীনাকে সমর্থন দিলেন 'কমিউনিটি হিরো' অ্যাওয়ার্ডপ্রাপ্তরা

ড. নীনাকে সমর্থন দিলেন 'কমিউনিটি হিরো' অ্যাওয়ার্ডপ্রাপ্তরা

PeopleNTech

নিউজার্সি, পেনসিলভেনিয়া, নিউইয়র্ক, মিশিগান এবং নিউ হ্যামশায়ার অঙ্গরাজ্যের বিভিন্ন সিটি ও রাজ্য পার্লামেন্টের নির্বাচনে বিজয়ী বাংলাদেশিদের ‘কমিউনিটি হিরো’ হিসেবে অ্যাওয়ার্ড প্রদান করা হলো বর্ণাঢ্য এক অনুষ্ঠানে। গত শনিবার দুপুরে সর্বস্তরের প্রবাসীদের সরব উপস্থিতিতে এ অনুষ্ঠান হয় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বেলজিনো পার্টি হলে। পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের লে. গভর্নর প্রার্থী ড. নীনা আহমেদকেও ‘কমিউনিটি হিরো’ অ্যাওয়ার্ড প্রদানের পর সিটি কাউন্সিলম্যানরা এক যোগে তার নির্বাচনে সহযোগিতার সংকল্প ব্যক্ত করেন। নির্বাচিত জনপ্রতিনিধিগণের জন্য আমেরিকায় এই প্রথম ‘কমিউনিটি হিরো’ অ্যাওয়ার্ড প্রবর্তণ ও সর্বস্তরে প্রতিনিধিত্বকারি প্রবাসীদের উচ্ছ্বল উপস্থিতিতে বিতরণ করা হলো উত্তর আমেরিকা সংস্করণ ‘বাংলাদেশ প্রতিদিন’ এবং ‘আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন’র সৌজন্যে। 

বাংলাদেশ প্রতিদিনের উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক লাবলু আনসার নিজে ‘কমিউনিটি হিরো’ ক্রেস্ট ড. নীনা আহমেদকে প্রদানের আগে অপর জনপ্রতিনিধিগণের মাঝে বিশিষ্ট প্রবাসীরা তা হস্তান্তর করেন। অ্যাওয়ার্ড প্রদানের পুরো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন লাবলু আনসার।